সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে মাদকের রমরমা ব্যবসা উদ্বিগ্ন অভিভাবকরা

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে মাদকের রমরমা ব্যবসা উদ্বিগ্ন অভিভাবকরা

গাজীপুরের কাশিমপুরে দিনে দুপুরেই চলছে মাদকের রমরমা ব্যবসা। ছোট-বড় সকল শ্রেণি পেশার মানুষ মাদকের সাথে মধুর সখ্যতা গড়ে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সুকৌশলে বহিরাগত মাদকসেবী গার্মেন্টস কর্মীদেরকে দিয়ে মাদক পাচার ও বিক্রি করছে। 

আর এই মাদক প্রচারকারীরা মাঝেমধ্যে পুলিশের হাতে ধরা খেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মাদকের মূল ব্যবসায়ীরা। স্থানীয় এলাকাবাসীরা মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে। এদের ভয়ে বিভিন্ন এলাকায় কর্মরত গার্মেন্টসকর্মীরা রাতে কারখানা ছুটি হলে বাসায় ফিরতে বিড়ম্বনার শিকার হতে হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন শিল্পাঞ্চল এলাকা হওয়ার সুবাদে এখানে বহু মানুষের বসবাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে মহানগরীর পাড়া মহল্লায় বহিরাগত মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লোকজনদের নিয়ে বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। 

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাঝে মধ্যেই আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল-হোতারা। মাদকের এই সহজলভ্যতার কারণে কাশিমপুরের লতিফপুর, লৌহাকৈর, লস্করচালা, সুরাবাড়ি, সারদাগঞ্জ, বাগবাড়ী এলাকায় দিন দিন বেড়ে চলেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সংখ্যা। মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে।

লতিফপুর এলাকায় বসবাসকারী নাজিম হোসেন নামের এক ব্যক্তি জানান,  আমরা এখানে ভাড়া বাসায় বসবাস করি। আমাদের স্থানীয় কোন লোকজন না থাকায় আমরা তেমন কোনো প্রতিবাদ করতে পারিনা। বিদ্যুৎ চলে গেলে গরমে অতিষ্ঠ হয়ে ঘরের দরজা জানলা খুলে দিলে বাহির থেকে বিভিন্ন ধরনের  মাদকের ধোঁয়া এসে ঘর ভরে যায়। কিছু বলতে গেলেই মাদকসেবীরা রাতে মাতাল অবস্থায় দোকানপাটসহ বাসা বাড়িতে হামলা চালায়। 

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহম্মেদ জানিয়েছেন, মাদকের সমস্যাটা শুধু কাশিমপুরে না সারা বাংলাদেশের বড় সমস্যা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান একদম জিরো। 

আমরা মাদক ধরা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এখনো অব্যাহত আছে। আমরা কাজ করে যাচ্ছি আর মাঝে-মধ্যেই বড় বড় চালানগুলো উদ্ধার হচ্ছে। আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

টিএইচ