গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানাগেছে, মালা শহীদ আছাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুন্নি খানম (১৫) রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলো। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। সে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত মুন্নি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের বড়ভাগ গ্রামের মো. পান্নু শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় তার কানে মোবাইল ফোনের একটি ইয়ার ফোন ছিলো। তবে তার বাড়ি এই এলাকায় না। সে কেন সকালেই এই এলাকায় এসেছে তার কারণ এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।
তবে তার কাছে থাকা ফোনের ডায়াল কলে তার দুইজন ছেলে বন্ধুর সাথে কথা বলেছে বলে জানা গেছে। অনেকেই এটা আত্মহত্যা বলে মনে করছে। যেহেতু তার কানে ইয়ার ফোন ছিলো। যে কারণে সে ট্রেনের কোন শব্দ শুনতে পাইনি তাই সে ট্রেনে কাটা পড়েছে।
মুন্নির বাবা, মা পরিবারের লোকজন কেউ নিশ্চিত করে বলতে পারে নি এখানে আসার কারণ কি। তবে রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে একটি অপমৃত্যু মমলা রেকর্ড করেছে।
টিএইচ