বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিয়ানীতে দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মশালা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কাশিয়ানীতে দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মশালা

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় দুর্যোগকালীন জরুরিভিত্তিতে এই কমিটির করণীয় কি এবং সাধারণ নাগরিকের দ্বায়িত্ব-কর্তব্য কি? দুর্যোগ মোকাবেলায় কোন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করলে যানমালের সুরক্ষা দেয়া সম্বব সেটি নিয়ে বিষদ আলোচনা করা হয়। 

কর্মশালার সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরান হোসেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালায় রাির্সোস পার্রসন হিসাবে পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক  (মু ও প) যুগ্ম সচিব মো. শাহ আলম। এ সময়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা  মো. আশরাফুল হক উপস্থিত ছিলেন।

টিএইচ