সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাশিয়ানীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কাশিয়ানীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যামামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে (৪০) গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গত মঙ্গলবার কুমিল্লার লাকসাম এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে। সে মামলার রায় ঘোষণার পর ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। বুধবার (১২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ছিরু মোল্যাকে আড়ুয়াকান্দি খালে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

পরে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দিতে তার বাড়ির কাছে খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যামামলা করেন। 

টিএইচ