বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাহারলে বিষ ছিটিয়ে ইরি-বোরো ধান নষ্ট

দিনাজপুর প্রতিনিধি 

কাহারলে বিষ ছিটিয়ে ইরি-বোরো ধান নষ্ট

দিনাজপুরের কাহারলে প্রায় তিন একর জমির ইরি বোরো ধানে বিষ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুরের কাহারুল উপজেলার নয়াবাদ মসজিদ সংলগ্ন মিস্ত্রিপাড়ায় প্রায় তিন এক জমি বর্গা নিয়ে ইরি বোরো ধান রোপণ করেন কৃষক মোকসেদুল। গত ২১ তারিখ ভোরে পূর্ব শত্রুতার জেরে জমিতে বিষ ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। ধান গাছে যখন শিশ বের হবে তখনই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটালো। 

কৃষক মকসুদুল জানায়, গত বছরও তার রোপণ করা সরিষায় বিষ দিয়ে নষ্ট করেছিল এই দুর্বৃত্ত গ্রুপটি। দুর্বৃত্ত এই গ্রুপটি প্রভাবশালী হওয়া আইনের আওতায় আসছে না এরকম অভিযোগ করেছেন এলাকার সাধারণ মানুষ। 

এ ব্যাপারে কাহারোল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কৃষক মোকসেদুল। 

কাহারোল কৃষি অফিসার এবং কাহারোল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

টিএইচ