বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাহারোলে পাট চাষীদের মুখে হাসি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

কাহারোলে পাট চাষীদের মুখে হাসি

দিনাজপুরের কাহারোল উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ ও পাট চাষীরা। গত শুক্রবার কাহারোল উপজেলায় সর্ববৃহৎ পাটের বড় হাট কাহারোল হাট। 

গত শুক্রবার কাহারোল হাটে গিয়ে দেখা গেছে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দূর-দূরান্ত হতে পাাট চাষীরা ভ্যান গাড়িতে করে হাটে বিক্রির জন্য পাট নিয়ে এসেছেন বাজারে। প্রতি মণ পাট প্রকার ভেদে বিক্রি হচ্ছে ২২শত  থেকে ২৪শত টাকা পর্যন্ত। 

বাইশপুর গ্রামের পাট চাষী মো. আনারুল ইসলাম তিনি এবার ২ বিঘা জমিতে পাট চাষ করেছেন। ফলন হয়েছে তিনি গত শুক্রবার কাহারোল হাটে ১০মণ পাট বিক্রি করেছেন ২৪শ টাকা মণ দরে। অপর একই গ্রামের হাসান আলী তিনি বিক্রি করেছেন ২৩শ ৫০ টাকা দরে প্রতি মণ। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় পাটের লক্ষ্যেমাত্রা ছিল ৩৫০ হেক্টর তা অতিক্রম করে ৩৬০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। পানিগাঁও গ্রামের কৃষক সুকুমার জানান, এবার বৃষ্টি কম হওয়ার কারণে পাটের আবাদ করতে কষ্ট হয়েছে। গতবারের তুলনায় এবার বাজারে পাটের দাম প্রতি মণ কমেছে ৩শ থেকে ৪শ টাকা।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কৃষি কর্মকতা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবিশ জানান, গতবারের তুলনায় এবার বৃষ্টি কিছুটা কম হয়েছে কিন্তু গতবারের তুলনায় এবার পাটের ফলন বেশি হয়েছে। বাজারে প্রচুর পরিমাণে আমদানি থাকার কারণে এবং ক্রেতা কম থাকায় পাটের দাম কিছুটা কম। 

তবে কৃষকদের উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ হবে কৃষকদের বলে আশা করছেন তিনি। কৃষিবিভাগ পাট চাষীদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে মাঠে রয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়েনের উপ-সহকারী কৃষি কর্মকতারা।

টিএইচ