শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কাহারোলে বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

কাহারোলে বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি

দিনাজপুরের কাহারোল উপজেলায় অনাবৃষ্টির কারণে কাহারোল উপজেলা ধীর গতিতে এবং সেচ দিয়ে আমন চাষিরা আমন ধান লাগিয়েছেন। তবে শেষ শ্রাবণে শেষের বৃষ্টির ছোঁয়াতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী কৃষি বিভাগ।

কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার উপজেলায় ১৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৃষ্টির কারণে এবার কিছুটা আমন ধান রোপণে বিলম্ব হয়। 

গত তিনদিনের শ্রাবণের বৃষ্টিতে কাহারোল উপজেলার আমন চাষিরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ বলছেন, বৃষ্টির কারণে যেসব জমিতে পানি ছিল না সেগুলো আমন ধান লাগিয়েছেন আমন চাষিরা। 

গত রোববার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষক সুরেশ চন্দ্র রায় জানান, তিনি এবার ৩ একর জমিতে ৩৪ জাতের ধান আবাদের জন্য দোগচি করেছিলেন, কিন্তু পানির কারণে ধান রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। 

তবে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি ধরেছে এবং আজকে কামলা দিয়ে চারা রোপণ করছে। অপর কৃষক সুলতান জানান, গত কয়েকদিনের পানিতে উপজেলার আমন চাষিদের আশীর্বাদ হয়ে উঠেছে। কাহারোল কৃষি বিভাগ জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে সম্পূর্ণ অর্জিত হয়ে অতিরিক্ত কিছু জমিতে আমন ধান চাষ করবে আমন চাষিরা।

উপজেলার কৃষক আবদুস সাত্তার জানান, গত মৌসুমে বোরো ধানের উৎপাদন ভালো হয়েছিল এবং বর্তমানে বাজারে ধানের দাম বেশি তাই কৃষকরা আমন ধান লাগানোর জন্য কোমর বেধে নেমেছে মাঠে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, কৃষিভিত্তিক কাহারোল উপজেলা সবসময় খাদ্য উদ্বৃত্ত থাকে। করোনাকালেও এর বত্যয় হয়নি। তিনি বলেন বৃষ্টি কিছুটা দেরিতে হলো চাষিরা সময়মতো তাদের আমন ধানের চারা জমিতে লাগিয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের আমন চাষের জন্য সর্বপ্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। 

টিএইচ