বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাহালুতে বৃদ্ধকে জবাই করে হত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি 

কাহালুতে বৃদ্ধকে জবাই করে হত্যা

বগুড়ার কাহালুতে দুর্বত্তরা এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে। গত রোববার রাতে উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত বশারতুল্লার ছেলে মো. আব্দুল বাছেত প্রতিদিনের বেচাকেনা শেষে নিজ দোকান ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা  তাকে ওই দোকান ঘরে জবাই  করে হত্যা করে ফেলে যায়। 

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সোমবার (৩০ সেপ্টেম্বর) কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাছেতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। বিষয়টি জানিয়েছেন কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান। তবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

টিএইচ