মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জ এলজিইডি ভবনে আগুন,২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ এলজিইডি ভবনে আগুন,২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । গত শনিবার (১২ আগস্ট) রাতে রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্র সবই অক্ষত রয়েছে। এছাড়াও নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

টিএইচ