কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিবকে তার সহযোগী ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এলাকায় আধিপত্য বিস্তার করবার উদ্দেশ্যে জেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার এজাহার নামীয় পলাতক আসামি তাকবীর উদ্দিন রকিব (৩১) জেলা শহরের হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বেআইনীভাবে দেশীয় মারাত্মক অস্ত্রসস্ত্র মজুত করে রেখে হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় পালিয়ে আছে।
এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল জেলার হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রকিব হারুয়া মানিক ফকির গলির মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে।
তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে হারুয়া ক্লাসিক গলিস্থ তার সহযোগী অপর আসামি তাজবীর রায়হান বিপ্লবের বাড়িতে তল্লাশী করে ভোরে দেশীয় তৈরি ৮টি ধারালো রামদা, ১ টি চাপাতি, চাইনিজ কুড়াল ২টি ও ১টি লোহার চেইন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।
তাজবির রায়হান বিপ্লব হারুয়া ক্লাসিক গল্লির মো. ইলিয়াস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক আসামিরা স্বীকার করে যে, তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করবার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্নক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাদের কাছে রেখে আসতেছিল।
র্যাব জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টিএইচ