রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ আফজলসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

জেলা আ.লীগের সম্পাদক ছাড়া অন্য গ্রেপ্তাররা হলেন, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজলকে বুধবার (২ অক্টোবর) তার নিজ বাসা থেকে, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়ত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুমকে গত মঙ্গলবার রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এতথ্য জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল ইসলাম। 

এদিকে গত মঙ্গলবার রাতে তাড়াইল উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের তাড়াইল থানায় হস্তান্তর করা হয়। এতথ্য জানিয়ে তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল জানান, গ্রেপ্তারদের বুধবার (২ অক্টোবর) জেলা আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ