রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে তারা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে তারা

কিশোরগঞ্জে পদত্যাগ করা ২ ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সদর উপজেলার বৌলাই ইউপি চেয়ারম্যান পদে পদত্যাগ করা সদর উপজেলা আ.লীগের সভাপতি আওলাদ হোসেন। তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আরেকজন হলেন, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি থেকে পদত্যাগ করা চেয়ারম্যান এমদাদুল হক জুটন। তিনি পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে।

জানা যায়, বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মটরসাইকেল প্রতীকের প্রার্থী সদর উপজেলা আ.লীগের সভাপতি আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট।

নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমার এই বিজয় সদর উপজেলাবাসীর বিজয়। আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।

এদিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক জুটন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট।

নবনির্বাচিত পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটন এক প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয়ে আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।

টিএইচ