কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এইচপিভি টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, একসময় জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হলেও নারীরা মুখফুটে বলতে পারতো না। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্যবিভাগ।
এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গুজবে কান না দিয়ে সব কিশোরীকে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়ার আহ্বান জানান বক্তারা।
প্রসঙ্গত, স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এ টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন।
১০ নভেম্বর থেকে এইচপিভি টিকাদানে শিক্ষার্থীদের সচেতনতা ও রেজিস্ট্রেশনে সার্বিক সহযোগিতা করছেন সামাজিক সংগঠন মানবতার সেবায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যরা।
টিএইচ