বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা ও গণসমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা ও গণসমাবেশ

কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার পক্ষ থেকে সদ্য কারামুক্ত মজলুম চার আলেমকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে তরুণ আলেম প্রজন্মের সহযোগিতায় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের প্লাটফর্ম আক্বাবাহ। 

এতে জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে জেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিততে সদ্য কারামুক্ত চারজন মজলুম আলেম-শায়খ মুফতি জসিম উদ্দিন রহমানী, শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা রফিকুল ইসলাম মাদিনীকে সংবর্ধনা দেয়া হয়।

টিএইচ