বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় যুবলীগ নেতাদের ভোট প্রার্থনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় যুবলীগ নেতাদের ভোট প্রার্থনা

আসন্ন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আওলাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা। 

গত শনিবার রাতে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে জেলা শহরের পুরানথানা ও গৌরাঙ্গবাজার এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে তারা।

পরে গৌরাঙ্গবাজার এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে কিশোরগঞ্জ সদর উপজেলার শান্তি, সমপ্রীতি ও উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আওলাদ হোসেনকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান যুবলীগের নেতাকর্মীরা।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনায় পৌর আ.লীগ নেতা সাবেক কমিশনার একেএম শাহজাহান, পৌর আ.লীগ নেতা ৩নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ফজলুল হক ভূইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য মোল্লা খাইরুল নোমানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ