বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। ১৮ জানুয়ারি (শনিবার) সকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বই, দেশীয় পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ ৪০টি স্টল নিয়ে মেলার উদ্বোধন হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের পণ্যগুলো প্রচার প্রসারের জন্য সরকারের পক্ষ্য থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। তরুণরা যেন চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দিতে পারে সেই সুযোগ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসেন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মুখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুন মিয়া, ফয়সাল প্রিন্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ