শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী র্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী র্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না’— এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী র্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জুন) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী র্যালি এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়  ও জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে দুর্নীতিবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।

এতে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

এতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন, সহকারী পরিচালক পিয়াস পাল, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস খালেদা ইসলাম। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ