সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে বাজিতপুর টু অষ্টগ্রাম ফেরি চালু

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে বাজিতপুর টু অষ্টগ্রাম ফেরি চালু

কিশোরগঞ্জের হাওর অঞ্চল তথা হাওরের প্রবেশ পথ অষ্টগ্রাম উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য বাজিতপুর উপজেলা থেকে অষ্টগ্রাম পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে বাজিতপুর টু অষ্টগ্রাম ফেরি চলাচল শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছে দুই উপজেলার মানুষ।সহজেই এক উপজেলা থেকে অন্য উপজেলায় যোগাযোগ ও পণ্য পরিবহন করতে পারবে। এতে কমে যাবে উৎপাদিত ফসল ও পণ্য পরিবহণের খরচ।

জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও স্টুডেন্ট এসোসিয়েশন কিশোরগঞ্জের উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স, অনুপ আহমেদ মামুন ও নাজমুল হকের অক্লান্ত পরিশ্রমে অনেক জল্পনা কল্পনা শেষে রোববার (২২ ডিসেম্বর) থেকে বাজিতপুর টু অষ্টগ্রাম পর্যন্ত  ফেরি চালু হয়েছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন অক্সিজেন ফাউন্ডেশন কিশোরগঞ্জ। 

টিএইচ