বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে বিএনপির ২ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বিএনপির ২ জন নিহত

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের ১ম দিনে অবরোধ চলাকালে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতি বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

এছাড়াও আহত এবং গুলিবিদ্ধ আছেন আরো শতাধিক। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম। 

টিএইচ