সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলেন এমপি আদেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

কিশোরগঞ্জে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলেন এমপি আদেল

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২ টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, বেঞ্চ ও ফাইল কেবিনেট বিতরণ করেছেন নীলফামারী-৪ আসনের এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদল। 

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিষ্ঠান প্রধানদের নিকট তিনি এসব সামগ্রী হস্তন্তর করেন। এ ছাড়া ৩৯জন দরদ্রি নারীর মাঝে সেলাই মেশিন ও ২৯টি কমিউনিটি ভিজিটিয়ারদের জন্য চেয়ার বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদুল হাসান, উপজলো ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বিভিন্ন দপ্তররে কর্মকতা ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা। 

জানাগেছে ২০২২-২৩ অর্থবছররে এডিবি ইউনিয়ন সহায়তার ২৫ লাখ টাকায় ১৭৫টি প্রাথমকি বিদ্যালয়ে নেটসেটসহ ভলিবল ও ফুটবল, ২৭টি মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল কেবিনেট ও বেঞ্চ, ৩৯ জনকে সেলাই মেশিন ও ২৯টি ক্লিনিক চেয়ার বিতরণ করেন। 

টিএইচ