রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলেন এমপি আদেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

কিশোরগঞ্জে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলেন এমপি আদেল

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২ টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, বেঞ্চ ও ফাইল কেবিনেট বিতরণ করেছেন নীলফামারী-৪ আসনের এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদল। 

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিষ্ঠান প্রধানদের নিকট তিনি এসব সামগ্রী হস্তন্তর করেন। এ ছাড়া ৩৯জন দরদ্রি নারীর মাঝে সেলাই মেশিন ও ২৯টি কমিউনিটি ভিজিটিয়ারদের জন্য চেয়ার বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদুল হাসান, উপজলো ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বিভিন্ন দপ্তররে কর্মকতা ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা। 

জানাগেছে ২০২২-২৩ অর্থবছররে এডিবি ইউনিয়ন সহায়তার ২৫ লাখ টাকায় ১৭৫টি প্রাথমকি বিদ্যালয়ে নেটসেটসহ ভলিবল ও ফুটবল, ২৭টি মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল কেবিনেট ও বেঞ্চ, ৩৯ জনকে সেলাই মেশিন ও ২৯টি ক্লিনিক চেয়ার বিতরণ করেন। 

টিএইচ