অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে চিন্তা করে ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হচ্ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও (যুগ্ম সচিব) ফৌজিয়া খান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
এ সময় বক্তারা বলেন, ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় চারগুণ বেশি অটিজম শনাক্ত হয়। বিশ্ব অটিজম সচেতনতা দিবস শুধু একটি দিবস নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই দিনে সবাই মিলে অটিজম আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালে এই শিশুদের একটি সুস্থ, স্বাভাবিক জীবনদান সম্ভব।
টিএইচ