কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া মোড় এলাকার আশরাফিয়া জামে মসজিদের জায়গায় রাস্তা ও রাস্তার জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তা ও মসজিদের জায়গায় স্থানীয় এক ব্যক্তি বিল্ডিং নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আদালতে মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে এ আদেশ অমান্য করেই লিলি বেগম রাস্তা ও মসজিদের জায়গায় বিল্ডিং নির্মাণ করছে বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে। যা আদালত অবমাননার শামিল। এ অবস্থা চলতে থাকলে মসজিদের জায়গা দখলসহ ভবিষ্যতে রাস্তার কাজও করা যাবে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে আশরাফিয়া জামে মসজিদ কমিটির সভাপতি একেএম মাহবুবুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মসজিদ ও রাস্তার জায়গায় লিলি বেগম বিল্ডিং নির্মাণ করছে। এরফলে ভবিষ্যতে রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
এ বিষয়ে বিল্ডিং নির্মাণ করা লিলি বেগম জানান, আমরা আমাদের জায়গাতেই বিল্ডিং নির্মাণ করছি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি শ্যামল মিয়া বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
টিএইচ