শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে মসজিদের জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মসজিদের জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া মোড় এলাকার আশরাফিয়া জামে মসজিদের জায়গায় রাস্তা ও রাস্তার জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তা ও মসজিদের জায়গায় স্থানীয় এক ব্যক্তি বিল্ডিং নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আদালতে মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে এ আদেশ অমান্য করেই লিলি বেগম রাস্তা ও মসজিদের জায়গায় বিল্ডিং নির্মাণ করছে বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে। যা আদালত অবমাননার শামিল। এ অবস্থা চলতে থাকলে মসজিদের জায়গা দখলসহ ভবিষ্যতে রাস্তার কাজও করা যাবে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে আশরাফিয়া জামে মসজিদ কমিটির সভাপতি একেএম মাহবুবুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মসজিদ ও রাস্তার জায়গায় লিলি বেগম বিল্ডিং নির্মাণ করছে। এরফলে ভবিষ্যতে রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

এ বিষয়ে বিল্ডিং নির্মাণ করা লিলি বেগম জানান, আমরা আমাদের জায়গাতেই বিল্ডিং নির্মাণ করছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি শ্যামল মিয়া বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ