সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে শহীদ কৃষক মকসু মিয়ার সমাধিতে শ্রদ্ধা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে শহীদ কৃষক মকসু মিয়ার সমাধিতে শ্রদ্ধা

কিশোরগঞ্জে কৃষক হত্যা দিবস পালন করেছে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ মার্চ) কৃষক হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের ১৯৯৫ সালের জামাত-বিএনপি সরকারের সময় সার আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ কৃষক মকসু মিয়ার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। 

পরে শহীদ কৃষক মকসু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া হেভেন, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিসবাহ উদ্দিন রুহুল, তাড়াইল উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।

টিএইচ