বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন মণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার, গোপীনাথ জিউর আখড়ার সভাপতি মানিক রঞ্জন দে, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি অনিল চন্দ্র পণ্ডিতসহ অন্য নেতারা।

জেলা বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, শরীফুল ইসলাম শরীফ, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমুখ। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ