বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সাবেক এমপি লিপিসহ আ.লীগের ৬২ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাবেক এমপি লিপিসহ আ.লীগের ৬২ নেতাকর্মীর নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত ও হত্যাচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ আ.লীগের ৬২ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

গত রোববার কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের খরমপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। 

এ সময় সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ দলের অন্য নেতাদের হুকুমে আ.লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।

এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। আ.লীগের নেতাকর্মীদের নিক্ষিপ্ত গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে বাদী সাজ্জাদ হোসেনসহ অনেকেই আহত হন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন- কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

টিএইচ