শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুমারখালীতে নির্বাচনি সহিংসতায় আহত যুবকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালীতে নির্বাচনি সহিংসতায় আহত যুবকের মৃত্যু

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুত্বর আহত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিজয়ী চেয়ারম্যানের এক সমর্থক মারা গেছেন। তার নাম তরিকুল ইসলাম তারিক (৩৫)। রোববার (২৬ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক বিষয়টি জানিয়েছেন। 

এর আগে ২১মে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়। তারিক একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি বিজয়ী চেয়ারম্যান আব্দুল মান্নান খানের আনারস প্রতীকের  সমর্থক ছিলেন।

এছাড়া তারিক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তবে এ হত্যাকাণ্ডে আব্দুল মান্নান খান স্থানীয় চেয়ারম্যানকে দায়ী করেছেন। 

হামলার ঘটনায় ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে এজাহারে ১২ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি মামলা করেন। মামলায় আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম  বলেন, মারা যাওয়ার বিষয়টি জেনেছি। গত ২৩মে নিহতের ভাই থানায় একটি মামলা করেছেন। তবে মামলায়  কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টিএইচ