সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব

কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শীতকালীন ঐতিহ্য ‘পিঠা উৎসব’ এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার নানা আয়োজনে দিনব্যাপী হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য ‘পিঠা উৎসব মেলা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন ধরনের পিঠার স্টল রয়েছে। ৩৫টিরও বেশি রকমের বাহারী পিঠার পসরা সাজিয়ে পিঠা উৎসবে অংশ নেন তারুণ্যে উৎসবে নারী উদ্যোক্তারা অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর ইউএনও ফাতেমা তুজ জোহরা।

পিঠা উৎসবে অংশ নেয় উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ নারী উদ্যোক্তার।

আদর্শ সদর ইউএনও ফাতেমা তুজ জোহরা পিঠা উৎসবের মেলা উদ্বোধন করেন। এসময় তিনি বিভিন্ন পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন এবং তিনি বলেন, শীতকালীন পিঠা বাঙালি জাতির একটি ঐতিহ্য বহন করে। প্রশাসনের আয়োজনে আমাদের এই পিঠা উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিভিন্ন পিঠা চিনবে, নাম জানবে এবং স্বাদ গ্রহণ করতে পারবে। এতে অনুপ্রাণিত হবে ভবিষ্যৎ প্রজন্ম। মেলায় বিভিন্ন ধরনের শাড়ি এবং পাঞ্জাবি সমাহার রয়েছে।

এ সময় পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাশেদুল আলমসহ নারী উদ্যোক্তা শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা।

টিএইচ