বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুমিল্লায় কোটা আন্দোলনের ভিডিও করায় শিক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় কোটা আন্দোলনের ভিডিও করায় শিক্ষার্থীকে মারধর

কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।  

শুক্রবার বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলে মারধরের ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার নজরুল হলের শফিউল্লাহ, হাবিব গাজীসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ছাত্রলীগ করেন ও সংগঠনটির বিভিন্ন পদপ্রত্যাশী বলে জানা গেছে।  

আহত ওই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তামিম হোসেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্য। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কলেজের নজরুল হলের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে শিক্ষকদের তত্ত্বাবধানে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএইচ