বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫৫ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি অটোরিক্সা তল্লাশি করে  ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার আসামি-মো. জহির, রনজিৎ চন্দ্র শীল, মো. ফয়সাল, আহসানুল হক আসামিরা উভয়ে থানা বুড়িচং, কুমিল্লার। 

ওই ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

টিএইচ