বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএইচ