রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভা

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ও কুমিল্লা জেলা আইডিইবির সমন্বয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবি আদায়ের লক্ষে কুমিল্লা টাউন হলে গত রোববার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মো. আলেক হোসেন জুয়েল, সভায় প্রধান অতিথি ছিলেন বাংলদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা আইডিইবি সভাপতি এটিএম গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মো. আবদুল মোতালেব, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (কুমিল্লা অঞ্চল) মো. মোখলেছুর রহমান, আইডিইবি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, আইডিইবি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. শাহাদাত হোসেন হাওলাদার, আইডিইবি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন। 

সভা পরিচালনা করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মো. গোলাম জিলানী। প্রতিবাদ সভায় কুমিল্লা জেলার সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সকল প্রকৌশল দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়ন না করায় এ দেশের কুচক্রী কারিগরি আমলাদের ষড়যন্ত্রমূলক আচরণের বিরুদ্ধে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদ সভা শেষে কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত সব ছাত্র-শিক্ষক ও পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা দাবি আদায়ের লক্ষে মিছিল সহকারে কুমিল্লা শহর প্রদক্ষিণ করেন এবং কুমিল্লা প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

টিএইচ