বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জহিরুল হক রাসেল, কুমিল্লা  

কুমিল্লায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুমিল্লা কর্মরত ইলেক্ট্র্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। সোমবার (২ ডিসেম্বর) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সাংবাদিকরা কুমিল্লার বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলার উন্নয়নসহ কুমিল্লার নাগরিকদের ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি নাগরিক সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং ও নগরীর যানজট নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, জেলা ডিএসবির (ডিআই-ওয়ান) সৈয়দ মো. ফজলে রাব্বী, কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি সাজ্জাদ করিম খান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচ