রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৪ নভেম্বর রাতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও কসবা উপজেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয় এ আলোচনা ও দোয়া মাহফিল। সায়েন্টিফিক পার্টনার হিসেবে মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি  অ্যাড. আ.হ.ম তাইফুর আলম ।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম। 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহধর্মিণী ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার ও কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। 

এতে মূল আলোচক ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মো. মহিউদ্দিন।

বিশেষজ্ঞ মতামত দেন ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নাজমুস সাদাত পিলু, ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. মাহবুব মোর্শেদ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ লতিফ, গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট অধ্যাপক ডা.এম এ রব, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার ও কিডনি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ডা. জসীম উদ্দীন খন্দকার।

টিএইচ