সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কুমুদিনী-পিসিএসবির মধ্যে সমঝোতা স্বারক সই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

কুমুদিনী-পিসিএসবির মধ্যে সমঝোতা স্বারক সই

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (পিসিএসবি) এর মধ্যে সমঝোতা স্বারক চুক্তি স্বারক্ষিত হয়েছে। গত ২৮ জানুয়ারি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ঢাকাস্থ গুলশান কার্যালয়ে এই সমঝোতা স্বারক চুক্তি স্বারক্ষিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

জানা যায়, চুক্তিতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং পিসিএসবির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. নিজাম উদ্দিন আহমেদ।

চুক্তি অনুসারে প্রতিষ্ঠান দুটি সারাদেশে প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস প্রদানের লক্ষ্যে উভয় সংস্থা সেবার গুনগত মান বৃদ্ধিতে জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে। প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, কেয়ারগিভার, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং সমাজের উৎসাহী ব্যক্তিবর্গকে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবে। 

এছাড়া গুণগত প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস সমপ্রসারণে গবেষণার ব্যবস্থা করবে এবং সুবিধাবঞ্চিত সমপ্রদায় যেমন শারিরীকভাবে কিছুটা সক্ষম, তৃতীয় লিঙ্গ প্রভৃতি শ্রেণির ব্যক্তিদের প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসের ক্ষেত্রে উৎসাহিত করবে।

এই সমঝোতার মাধ্যমে সাধারণ মানুষের সেবাদানের ক্ষেত্রে প্রভূত উপকার হবে প্রত্যাশা করা যাচ্ছে।

টিএইচ