রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুলিয়ারচরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কুলিয়ারচরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাধীন উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আবদুর সাদির। এতে প্রধান অতিথি ছিলেন কুলিয়ারচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। 

বিশেষ অতিথি ছিলেন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতে আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি ও নৃত্য পরিবেশন শেষে বিভিন্ন বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদানসহ ট্যালেন্ডপুল ও সাধারণ বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্কেচ ও সনদ প্রদান করা হয়।

টিএইচ