র্যাব-১২ কুষ্টিয়া ও র্যাব-৪ ঢাকা যৌথ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে কুষ্টিয়া -৪ (কুমারখালী- খোকসা) এমপি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার সুজন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১২ কুষ্টিয়া জানায়, গত ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে টাকিমারার ইসমাইল মালিথার ছেলে মো. সুজন মালিথাকে গুলি করে হত্যা করে। এ ব্যাপারে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। যার মামলা নং-২৮।
ওই মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-৪, সিপিসি-১ এর যৌথ অভিযানিক দল গত মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় এজাহার নামীয় ৮নং আসামি আব্দুর রউফকে, পিতা-মৃত আলহাজ মোকসেদ হোসেন, সাং-বাশগ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তার আসামির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।
টিএইচ