শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ার ৪টি আসনেই ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ৪টি আসনেই ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার ৪টি আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রার্থী বনাম আ.লীগের স্বতন্ত্র ও ডেমী প্রার্থীদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই দুপক্ষের মধ্যে সংঘর্ষ, অফিস ভাংচুর, অগ্নিসংযোগ বৃদ্ধি পাচ্ছে। 

সরকার সমর্থিত নৌকার প্রার্থীদের নির্বাচিত করার জন্য নানা রকমের হুমকী অব্যাহত রয়েছে। এরপরেও সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করছে। 

ভোটাদের অভিযোগ, তারা ভোট কেন্দ্রে না গেলেও তাদের ভোট হয়ে যাবে। দলের নেতাকর্মীরা ব্যালট পেপারে সিল মেরে ভোট নিয়ে নিবে। অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরা ভোট কেন্দ্রে ভোটারদের নেয়ার জন্য ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে। 

ভোটারদের আস্থা যেন স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেই লক্ষ্য করা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা নৌকার অতীত কুকর্ম তুলে ধরে নানা কথা প্রচার করায় নৌকার প্রার্থীসহ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠছে। জড়িয়ে পড়ছে সংঘর্ষে। 

সরকারের সিদ্ধান্ত নৌকাকে জিতাতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা নৌকার পক্ষের প্রচারণাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারা কোন প্রকার ভোট ডাকাতি করতে দিবে না। 

অপরদিকে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) এই আসনে আ.লীগ সমর্থীত নৌকা প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু আছেন চরম বেকায়দায়। তিনি নৌকা নিয়ে ভোট যুদ্ধে নামলেও তার পক্ষে আ.লীগের নেতা কর্মীদের দেখা যাচ্ছে না। 

তারপরেও হাসানুল হক ইনু জোড় গলায় প্রচার করছেন শেষ পর্যন্ত আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাই ইনুর পক্ষে কাজ করবেন। এদিকে আ.লীগের সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌর কমিটির সকল নেতাকর্মী স্বতন্ত্রপ্রার্থী কামারুল আরেফীনের ট্রাক মার্কায় ভোট চাইছেন। সভা সমাবেশ করে ট্রাক প্রতিককে জয়লাভ করাতে ব্যস্ত হয়ে পড়েছেন। 

এদিকে কুমারখালী ও দৌলতপুরের একই চিত্র। সেখানেও স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারি হয়ে উঠেছে। শুধুমাত্র কুষ্টিয়া সদর-৩ এই আসনেই নৌকার জয় হবে বলে অনেকেই মনে করছেন। কারন হিসেবে সাধারণ ভোটাররা জানাই হানিফ কুষ্টিয়ায় এমপি হিসেবে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। তাই তাকে সবাই পছন্দ করছে।

টিএইচ