শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির ১৬ জন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি  

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির ১৬ জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে জামায়াতের আমীরসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে। আটক নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও খোকসা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৪৫) রয়েছেন। 

গত বৃহস্পতিবার  রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের এই অভিযানে তাদেরকে আটক করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পলাশ কান্তি নাথ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, অবরোধের নামে নাশকতা সৃষ্টি করে গাড়িতে আগুন, রাস্তায় ট্রায়ার জালিয়ে চলাচলে বাঁধা সৃষ্টিসহ নানা অপরাধের অভিযোগে ওই জামায়াত-বিএনপির নেতাদেরকে আটক করা হয়। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই কুষ্টিয়ায় কাজ করে যাচ্ছে। যারায় নাশকতা কর্মকান্ড চালাবে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। 

আটক ১৬ জনের মধ্যে রয়েছেন, জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াত সমর্থক মাসুদ রানা, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. রাজী উদ্দিন শাহিন, কুষ্টিয়া শহর জামায়াতের রোকন আব্দুর রহিম, পৌর ১৮নং ওয়ার্ড জামায়াতের রোকন মো. সিরাজুল ইসলাম, শহর জামায়াতের রোকন আবুল কাশেম, কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ইউনুস আলী। এদেরকে জগতি রেল স্টেশন মসজিদ থেকে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে পুলিশ ৭ জনকে আটক করে।

অপর দিকে, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম সাব্বির হোসেন. ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেরুল ইসলামসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবরোধের নামে রাস্তায় ট্রায়ার জ্বলিয়ে চলাচলে বাধা সৃষ্টি, গাড়ি  ভাংচুর ও অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি ৯ নেতাকর্মীকে আটক করা হয়। 

টিএইচ