কুষ্টিয়ায় র্যাবের অভিযানে একজন জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়। আসামি পালানোর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়, যার মামলা নং-১০। পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডাংমড়কা গ্রাম হতে পলাতক আসামি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
সে দৌলতপুর থানান মো. হাবিবুর রহমানের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ