বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুষ্টিয়ায় নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সঙ্গে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। 

এতে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক নেতারা কুষ্টিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। 

তাদের বক্তব্যে উঠে আসে বাজার মনিটরিংয়ের অভাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, যানজট নিরসন, অবৈধ জমি দখল করে শিল্প কারখানা স্থাপন, আইনশৃংখলার চরম অবনতি, চালের মোকামে সিন্ডিকেটের আধিপত্য, এবং শিক্ষা ক্ষেত্রে অরাজকতা, বালুমহল দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা  নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকরা জেলা প্রশাসককে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সভায় জোরালো বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও এখন খবরের সম্পাদক তারিকুল হক তারিক, সহ-সভাপতি, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্জু, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার সংবাদ এবং ইংরাজী ডেইলী পোস্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলার শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় জেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় নিবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

টিএইচ