কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের চর মিলপাড়া এলাকার হাসিব খাকে লুটপাট ও ভাঙচুর মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ আটক করেছে। গত শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাসিব খা চর মিলপাড়ার মৃত মাসুদ খার পুত্র। হাসিব খা আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো।
মামলার সূত্রে জানা যায়, গত ১মে রাতে উত্তর মিলপাড়া মহাশ্মশান সংলগ্ন সিয়াম স্টোরের মালিক জনি বড় বাজারে দোকানের মালামাল কিনতে গেলে তার স্ত্রী শিখা খাতুন দোকানদারি করে, ওই সময় খান মোহাম্মদ ওয়াহিদ রনি, ডাবলু, তারিকুল রাকিব ও গিরিশ শাহীন এসে সিগারেট নিলে দোকানদার শিখা খাতুন টাকা চাইলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করে এবং ৫০ হাজার টাকার দাবি করে।
শিখা খাতুন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রনি মোবাইলে ১০ নম্বর ওয়ার্ড কমিশনার জগো ও হাসিব খা কে ডাকে, ওই সময় আসামি জগো চিতকার করিয়া দোকান ভাঙচুরের নির্দেশ দেয় তারা ত্রাশ সৃষ্টি করে দোকান ভাঙচুর ও লুটপাট করে, এ সময় ওই দোকানে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
ওই মামলার ৩নং আসামি হাসিব খা ও ১৩নং আসামি সাদ্দাম আটক হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা, লুটপাট ও ভাঙচুর মামলার আসামি আটকের বিষয়টি জানিয়েছেন।
টিএইচ