রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (১০ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতবছরের শেষের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও  ইনডোর চিকিৎসাসেবা চালু করতে না পারায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের, সেই সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নির জন্য যেতে হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল  কলেজের দূরত্ব প্রায় চার কিলোমিটার।

ফলে মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীদের ইন্টার্নির জন্য প্রায় ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুসহ নানা দাবি দাওয়া নিয়ে বুধবার (১০ জুলাই) রাস্তায় নামে শিক্ষার্থীরা। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দাবি-দাওয়া তুলে ধরেন। 

তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত ও দুর্ভোগ নিরসনে দ্রুত হাসপাতাল কার্যক্রম চালুর দাবি করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি আসার পরও এখন পর্যন্ত ইনডোর সেবা চালু হয়নি, এতে ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।

পরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীদের পক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুর দাবিতে এক মাসের আল্টিমেটাম দেন। অন্যথায় তারা আরও বৃহত্তরও কর্মসূচি দেবেন বলে জানান।

টিএইচ