শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগানের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা বুধবার (৯ আগস্ট) শেষ হলেও নার্সারি মালিকরা এই মেলা আরও ২-৩ দিন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে। 

এ বছর গত ৭ দিনে বৃক্ষমেলায় ৩২টি স্টলে প্রায় ৩২ লাখ টাকার ফলদ, বনজ, ঔষধি, শোভা বর্ধন সব মিলিয়ে বিক্রি হয়েছে। বৃক্ষের চারা বিক্রির ক্রমেই বৃদ্ধি পাওয়ায় নার্সারি মালিকরা আরও ২-৩ দিন এই মেলা চালিয়ে যাবে বলে জানান। 

এদিকে স্কুল-কলেজ-পড়ুয়া ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে সামাজিক বন বিভাগ ১৫০টি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া ১০০টি বৃক্ষের চারা বিনামূল্যে প্রদান করেছেন। 

গত ৩ আগস্ট থেকে শুরু হয়ে এই বৃক্ষমেলা চলে ৯ আগস্ট পর্যন্ত। কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। 

প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলায় আগত ৩২টি স্টল নার্সারি মালিকদের মধ্যে থেকে সব চেয়ে বেশি বিক্রেতা হিসেবে তিনজন নার্সারি মালিককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— আরিফ নার্সারি (১ম স্থান) আকাবা নার্সারি ( ২য় স্থান) ও উইনার অ্যাগ্রো (৩য় স্থান)। 

সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, এবারের বৃক্ষমেলা সাধারণ মানুষসহ স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যা আগামী দিনে প্রকৃতিক ভারসাম্য রক্ষায় সুস্থ পরিবেশ গঠনে ভূমিকা রাখবে। 

টিএইচ