রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ,কে,এম জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের  সামনে ভিসির পদত্যাগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ, সাদিকুর রহমান সাদিক। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ বলেন, আমরা এর আগে এই ভিসির পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছি; কিন্তু আমাদের জন্য কথা বলার কেউ নেই। যদি আমাদের জন্য কেউ কথা বলার থাকতো তাহলে আজকে ফ্যাসিস্ট হাসিনার ভিসির অপসারণ হয়ে যেতো। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাদিকুর রহমান বলেন, স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করতে হবে এবং কুড়িগ্রাম থেকে একজন উপদেষ্টা পরিষদে সংযুক্ত করার দাবি জানাচ্ছি।

টিএইচ