বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম চরের কৃষক পরিবারে ইএসডিওর চেক বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রাম চরের কৃষক পরিবারে ইএসডিওর চেক বিতরণ

কুড়িগ্রামে চরের কৃষক পরিবারকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় কৃষি সেবা ও কৃষিপণ্য বিপণন কেন্দ্রে দেড় লাখ টাকার একটি চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ইএসডিওর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা যাত্রাপুর ইউনিয়নের চর ভোগবতীপুর এলাকার কৃষি সেবা ও কৃষিপণ্য বিপণন কেন্দ্রের কৃষক পরিবারকে দেড় লাখ টাকার চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার লাইভলিহুড জিকরুল হক, জোনাল ম্যানেজার জুলফিকার ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, হিসাব রক্ষক মো. কাজল, এটিও মো. তাসিনুর রহমান, মো. নুরুজ্জামান, দীপ্ত বর্মা প্রমুখ।

টিএইচ