বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলা পরিষদ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পরিষদ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

উজানের ঢল ও অতিবৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বন্যায় টানা ১৩ দিন যাবত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে যাওয়া বানভাসি মানুষদের কষ্টে দিন কাটছে। তাদের কষ্ট কিছুটা লাঘবে ত্রাণসামগ্রী বিতরণ করেন কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান। 

শনিবার (১৩ জুলাই) জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩০০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
 
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল ৪ কেজি, আলু ১ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামনুর রশীদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম, সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার, সংশ্লিষ্ট  ইউনিয়নের সদস্যরা।

চর সিতাইঝার এলাকায় মোছা. বানেছা বেগম বলেন, আইজ ১২ দিন ধরি বান, বাড়ির মানুষটা কাজ কাম নাই বসি আছে। ছাওয়া পাওয়া নিয়ে খু্ব কষ্টে দিন কাটপেইছে। জেলা পরিষদ চেয়ারম্যান আইজ খাবার দেইল। খুব ভাল নাগিল।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন, বানভাসিদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ পর্যায়ক্রমে বন্যার্তদের মধ্যে দেয়া হলো। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি আছে ততদিন কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ  বিতরণ অব্যাহত থাকবে। 

টিএইচ