বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলা পরিষদের ষষ্ট মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পরিষদের ষষ্ট মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের ৬ষ্ট মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান। 

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে  মাসিক সভায় পূর্বসভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৩-২০২৪ অর্থবছরে এডিপি ও রাজস্ব বরাদ্দের গ্রহীত প্রকল্প বাস্তবায়ন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি, জেলা পরিষদের বেদখল জমি উদ্ধার, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসে সঠিক সেবাদানসহ বিবিধ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে সকল সদস্য নবনির্বাচিত জেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। 

এসময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, জেলা পরিষদের সদস্য ভূরুঙ্গামারী উপজেলার ১নং ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল, রাজারহাট উপজেলার ৫নং সদস্য মো. এনামুল হক, উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক, রৌমারী ৮ নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯নং সদস্য সোহেল সরকারসহ কর্মকর্তা-কর্মচারীরা।

টিএইচ