রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,  আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সম্মাননা স্মারক প্রদান, র্যাংক ব্যাজ পরিধান ও  মার্চ-এপ্রিল ২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা। 

 কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া জানায়, জেলার সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মসিক সভা অনুষ্ঠিত হয়। 

রোববার (৫ মে) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ‘মাসিক কল্যাণ সভা’ এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে ‘মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম।

সভার পাশাপাশি কুড়িগ্রাম জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত মো. আমিরুজ্জামানের পুলিশ পরিদর্শক নিরস্ত্র হতে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম পুলিশ সুপার।

মাসিক কল্যাণ সভায়  কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১১ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএমসহ সকল থানার ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

টিএইচ