বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে দীর্ঘ ২৪ বছর পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে সদর উপজেলার ধরলা নদীর তীর। নৌকা খেলাকে ঘিরে বসেছে হরেক রকমের স্থায়ী ও অস্থায়ী দোকান। 

দূর দূরান্ত হতে শিশু কিশোরসহ নানান বয়সের মানুষের উপচে পড়া ভিড় ধরলার দুই তীর হয়ে উঠেছিল জনসমুদ্র। গত শুক্রবার ধরলা ব্রিজ পাড় এলাকার ধরলা নদীর পাড়ে এই ফাইনাল খেলায় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি মহিষ ও দ্বিতীয় পুরস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসাবে একটি ফ্রিজ উপহার দেয়া হয়।

১১ দিন ব্যাপী এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলার ছোট বড় মিলে ২২ টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড় এলাকার ৭১ এর সৈনিক এবং ২য় স্থান অধিকার করেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার উড়ালচন্ডী নামের নৌকার টিম।

এসময় উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট আইনজীবী আব্রাহাম লিঙ্কন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পাভেল, ফিরোজ শাহীসহ খেলা আয়োজক কমিটির সভাপতি মো. ভজু মিয়া প্রমুখ।

টিএইচ