বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি   

কুড়িগ্রামে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ রাসেল দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এসময় বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরমেয়র মো. কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেদওয়ানুল হক দুলাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন।

কাবাডি খেলায় বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার বালক ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলায় বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রথম ও দ্বিতীয় হয় কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টিএইচ